Logo

নড়াইল-১ এর সাংসদের রোগমুক্তি কামনায় যুবলীগের মিলাদ মাহফিল

নড়াইল-১ এর সাংসদের রোগমুক্তি কামনায় যুবলীগের মিলাদ মাহফিল

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল :

নড়াইল ১ আসনের সংসদ সদস্য জনাব কবিরুল হক (মুক্তি’র) আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব কালিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা যুবলীগ এই দোয়ার আয়োজন করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারি মোঃ শাহাজান খাঁন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম, কালিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলাম নাহিদ, ছাত্রলীগ কালিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এস এম রানা প্রমুখ। উল্লেখ্য, সাংসদ কবিরুল হক মুক্তি গত বুধবার (১৬ই মার্চ) করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তিনি (কবিরুল হক মুক্তি) ২০০৮ সাল হতে নড়াইল ১ আসনের সংসদ সদস্যর দায়িত্ব পালন করে আসছেন। উক্ত মিলাদ মাহফিলে তাঁর রোগমুক্তি কামনায় সকলের দোয়ার আহবান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com