নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,আমাদের ভুলে গেলে চলবে না জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একক সম্পদ নয়।তিনি বলেন , বঙ্গবন্ধু রাজনীতি করতেন মানুষকে ভালোবেসে ও দেশের মানুষের সেবা করার জন্য। এখন আমরা রাজনীতি করি কিছু পাওয়ার আশায় ও কিছু পাওয়ার লোভে। কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগের সমর্থন করে কিন্তু তারা বঙ্গবন্ধুকে মানতে নারাজ। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ না, তিনি সবার। আমাদের দল, মত ভিন্ন থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুকে আমাদের মানতেই হবে। আজ আমরা সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি। আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি শুধু তাঁর অবদানের জন্য। কিন্তু মাঝে মাঝে আমরা তাকেই অস্বীকার করে ফেলি। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় নগরীর শেখ রাসেল পার্কে এক আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যেমন গান শুনেছি তেমনিভাবে অনেক কবিতা আমাদের আবেগাপ্লত করেছে, সংগ্রামী করে তুলেছে। দেশকে স্বাধীন করার জন্য আমরা উদ্বুদ্ধ করেছে।’ সিটি মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী এখন চলছে। এখন একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে জাতির পিতা সম্পর্কে জানে। কিন্তু একটা সময় ছিল যখন তাঁর নাম নেওয়াই ছিল নিষিদ্ধ। ’৭৫ থেকে ’৯৬ পর্যন্ত তাঁর নাম নেওয়াই ছিল একটা ভয়ের ব্যাপার। এমন আইন তৈরি করা হয়েছিল যে, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার তো হয়নি উল্টো তাদের পুরস্কৃত করা হয়েছিল।আইভী বলেন, ‘সকল গুণে গুনান্বিত একজন মানুষ ও আদর্শ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যেমন ছিলেন আপোষহীন নেতা তেমনই ছিলেন শান্তিকামী। তাঁর অগ্নিঝরা ৭ মার্চের ভাষণ শুনে বীর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’ এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।