Logo
HEL [tta_listen_btn]

বর্ণাঢ্য আয়োজনে এরশাদের জন্মদিন পালন

বর্ণাঢ্য আয়োজনে এরশাদের জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা
জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৯১ তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকালে বন্দরের আমিন আবাসিক এলাকায় অবস্থিত গিয়াস উদ্দিন চৌধুরী একাডেমিতে প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সানাউল্লাহ সানু। প্রধান বক্তা ছিলেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক আকরাম আলী শাহীন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হানিফ, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আফজাল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। দিবসটির আলোচনায় অংশ নিয়ে সানাউল্লাহ সানু প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করেন পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদকে। তিনি বলেন, সারা দেশেই জাতীয়পার্টির কমিটি রয়েছে। তবে, রংপুরের পরেই শক্তিশালী ভূমিকা পালন করছে নারায়ণগঞ্জ জেলা কমিটি। এ জেলায় জাতীয়পার্টির ২টি সংসদ সদস্য রয়েছে। জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের জন্মদিনের এই অনুষ্ঠান থেকে শপদ নিন, যে যার অবস্থান থেকে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে কাজ করবেন এবং দেশের অন্যতম শক্তিশালী জেলা কমিটি নারায়ণগঞ্জকে পরিনত করবেন। এ সময় প্রয়াত জাতীয়পার্টির নেতা নাসিম ওসমানকে স্মরণ করে আকরাম আলী শাহীন বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ছিলেন। সেই সোনারবাংলা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। জাতীয়পার্টি গঠনের মধ্য দিয়ে দেশে বিভিন্ন সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি না হলে হয়তো উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হতো না। নারায়ণগঞ্জে জাতীয়পার্টি এসেছে নাসিম ওসমানের হাত ধরে। তাই আমি আজকের এই দিনে হুসাইন মোহাম্মদ এরশাদ ও নাসিম ওসমানের জন্য দোয়া কামনা করছি। পাশাপাশি এমপি সেলিম ওসমানের র্দীঘায়ু কামনা করছি। আলোচনা সভা শেষে দোয়া ও কেক কাটা হয়। পরিশেষে খাবার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা পার্টির শারমিন, নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির সহ সভাপতি মোঃ সুমন প্রধান, ১৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম প্রমুখ। প্রসঙ্গত, ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম শহরের ‘লাল দালান’ বাড়িখ্যাত নানা বাড়িতে জন্মগ্রহণ করেন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত এই প্রতিষ্ঠাতা, সাবেক সেনাপ্রধান ও পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com