সোনারগাঁ সংবাদদাতা
শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, যুবসমাজকে কারগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, কারিগরি শিক্ষা ছাড়া দক্ষ শ্রমিক হওয়া কোনোভাবেই সম্ভব না। ডিজিটাল বাংলাদেশ গঠনে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি হওয়ায় সরকার সারা দেশে জেলা উপজেলাগুলোতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তাই শিল্পমন্ত্রী যুব সমাজকে কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষ শ্রম শক্তিতে পরিণত হওয়ার আহবান জানান। সোনারগাঁ উপজেলার হোসেনপুর এইচ পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পুর্তি উপলক্ষে শনিবার (২০ মার্চ) দুপুরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাশাপাশি দেশে শিল্প কলেজ প্রতিষ্ঠা করার ব্যাপারে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, মহামারি করোনা দূর্যোগকালীন সময়ে সারা বিশ্ব অর্থনীতি যেখানে হিমশিম খাচ্ছে, সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। মন্ত্রী এসময় সারা দেশে মেগা প্রকল্প, মেট্রোরেল ও গভীর সমুদ্রবন্দরসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলেও উল্লেখ করেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সিআইপি মর্যাদার ব্যবসায়ী বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিব মোঃ হালিমুজ্জামান, বাংলাদেশ পুলিশের (এ.আই.জি, স্পেশাল ব্রাঞ্চ) মাহবুব হোসেন, মোঃ আবুল কালাম আজাদ (সি.আই.ডি ডিবিশনের ডি.আই.জি), অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এম.এ আউয়াল, উপদেষ্টা কর্ণেল মোঃ জহিরুল হক খাঁনসহ স্থানীয় এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা।নব্বই বছরের প্রাচীন এই স্কুলের বিভিন্ন ব্যাচের কয়েক হাজার শিক্ষর্থী স্বপরিবারে এই পূণর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে সতীর্থরা ফিরে যান তাদের ছাত্রজীবনের নানা স্মৃতিতে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।