Logo
HEL [tta_listen_btn]

কাঁচপুর মাস্ক ও লিফলেট বিতরণ

কাঁচপুর মাস্ক ও লিফলেট বিতরণ

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জনগণকে মাস্ক পড়তে সচেতনতা ও লিফলেট বিতরণ করেন। সোমবার (২২ মার্চ) দুপুর বেলা মদনপুর চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে রাস্তায় নারী-পুরুষ,শিশু পথচারী এবং বাস গাড়ীর যাত্রীকে মাস্ক পরিধান করিয়ে সচেতনতা করেন। এ সময় কাঁচপুর হাইওয়ে থানার আফিসার ইনচার্জ মনিরুজ্জামান, টি আই এ কে এম মেহেদী হাসান, সেকেন্ড অফিসার বেনু,সার্জেন্ট ও কন্সটেবলসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তখন সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেওয়া ও লিফলেট বিতরণ করা হয়।এসময় ওসি মনিরুজ্জামান বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ পুলিশের ভুমিকা অপরিসীম। যখনই করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যায় পরিবারের লোকজন মৃত দেহ ফেলে চলে যায়। ঠিক তখন পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে লাশের দাফন কাফন ও সর্তকতার সহিত দায়িত্ব পালন করেছিলেন।সাধারণ মানুষের যানমাল রক্ষা করা পুলিশের দায়িত্ব। বাংলাদেশের মানুষ পুলিশের প্রতি ঋণী হয়ে থাকবে।আমাদের দেশে করোনা আবারও হানা দিয়েছে,দিনের পর দিন করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মানুষ, আমরা সর্তক থেকে জনগণের পাশে থাকলে করোনা মোকাবেলা করা সম্ভব । পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক কার্যক্রম।আমরা জনগণের পাশে আছি থাকব। আমরা করোনা মোকাবেলায় অতীতের মতো আবারও মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com