নিজস্ব সংবাদদাতা:
শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাটকা বিক্রির অপরাধে ২ মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার ভোরে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী সংলঘ ৫নং মাছঘাট নেওয়ার সময় ৭ ড্রাম নিষিদ্ধ জাটকা মাছসহ তাদের আটক করা হয়। আটক মাছ ব্যবসায়ীরা হলো- বন্দর থানার রেলী আবাসিক এলাকার মাছ ব্যবসায়ী মোঃ সাঈদ(৫৫) ও বন্দর ২২নং ওয়ার্ডস্থ লেজারার্স এলাকার আল আমিন(৩০)। জানাগেছে, রোববার (২১ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী সংলঘ ৫নং মাছঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ২ মাছ ব্যবসায়ী সাঈদ ও আল আমিনকে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির অপরাধে আটক করে। ওই সময় তাদের ট্রলারে তল্লাশীকালে ৭ ড্রাম নিষিদ্ধ জাটকা মাছ জব্দ করা হয়। পরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাছ ব্যবসায়ীকে ৫হাজার টাকা করে মোট ১০হাজার টাকা জরিমানা করে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ফারুক ও প্রসিকিউর শাহরিয়ার সালমা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।