মোস্তাফিজুর রহমান, ডিমলা :
কোভিড-১৯ মুক্ত বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে ডিমলা থানা পুলিশের আয়োজনে ২২ মার্চ সোমবার দুপুরে থানা চত্ত¡র হইতে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা শেষে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল। এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও জয়শ্রী রাণী রায়, ওসি মোঃ সিরাজুল ইসলাম সহ ফায়ার সার্ভিস ডিফেন্স ও পুলিশ সদস্যগণ। বাজারের বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন । পথচারি, শ্রমিক, যানবাহন চালকদের মাস্ক পড়িয়ে দিয়ে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন। ইউএনও বলেন করোনার প্রকোপ ঠেকাতে শুরু থেকেই পুলিশ ফ্রুন্ট ফাইটার হিসেবে কাজ করছে, করোনার দ্বিতীয় ঢেউ রোধকল্পে আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম চলবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।