নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা বাজার দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও করোনা সংক্রমণরোধে মাস্ক সচতেনতা তৈরি করতে এই এই অভিযান চালিয়েছে প্রশাসন। রোববার ২১ মার্চ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারার নিয়ম ভঙ্গের অপরাধে পাইকারি আলুর দোকানীকে ১০ হাজার টাকা এবং পন্যের মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় একই ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে সংক্রামক রোগ (প্রতিরোধ. নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর অধীনে মাস্ক না পরিধান করার অপরাধে কয়েকজন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।