রূপগঞ্জসংবাদদাতা:
রূপগঞ্জে একটি পুকুরে বিষ ঢেলে ২ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বত্তরা। রোববার রাতে উপজেলার মুড়াপাড়া নগর এলাকায় ঘটে এই ঘটনা।মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী মানিক মিয়া জানান, তিনি মুড়াপাড়া উপজেলা সংলগ্ন নগর এলাকায় স্থানীয় দিপু ভুঁইয়ার পুকুর ভাড়া নিয়ে মাছের চাষ করে আসছিলেন। রোববার রাতে কে বা কারা পুকুরের পানিতে বিষ ঢেলে দেয়। এতে তার পুকুরের ২২ মন মাছের পোনা মরে পানিতে ভেসে উঠে। এতে তার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মানিক মিয়া।এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন , এ ঘটনায়একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।