আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজার উপজেলার শিক্ষার্থীদের কৈশোরকালীন সচেতনতা বৃদ্ধির সহায়ক কেন্দ্র স্থাপনে সভা করেছেন জেলা প্রশাসক ও এমপি বাবু।
সোমবার (২২ মার্চ) আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে (এডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার) স্থাপনে এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন সভার সভাপতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি মোঃ নজরুল ইসলাম বাবু। সভায় বলা হয়, আড়াইহাজার উপজেলার মোট ৩৯ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার যে কোন নিরাপদ কক্ষে মাসিককালীন ব্যবস্থাপনার জন্য স্থাপনকৃত স্যানিটারি প্যাডসহ প্রাথমিক চিকিৎসা উপকরণ সংরক্ষণ করা হবে। একটি ইতিবাচক স্বপ্নময় নারায়ণগঞ্জ বিনির্মাণে শিক্ষার্থীদের উন্নত শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকল্প নেই। এছাড়াও ওয়াশরুম/ছাত্রীদের কমনরুম, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বয়:সন্ধিকালীন স্বাস্হ্য পরিচর্যা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থভ্যাস, মহামারী (ঈঙঠওউ-১৯)ও দূর্যোগ মোকাবেলা, নৈতিক শিক্ষা, ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ রোধ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তনে একটি সামাজিক আন্দোলনের সৃষ্টি হবে। সভায় আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহাগ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও আড়াইহাজার উপজেলার অসংখ্য শিক্ষার্থীরা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।