সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
গোদনাইল মেঘনা ডিপো সংলগ্ন তেলের হাউজ ঘরে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১টা ২৮ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যায় আদমজী ইপিজেডের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৩টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। তবে, আদমজী ইপিজেডের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, দোকানটিতে জালানী তেল জাতীয় পদার্থ ছিল। ধারণা করছি বিদ্যুৎতে শটসার্কিট থেকে সেই তেলে আগুন লেগে যায়। ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে, মেঘনা ডিপো সংলগ্ন তেলের হাউজ ঘরটির দোকান মালিকের সন্ধান মিলছে না।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।