Logo

জাপানিজ ইকোনোমিক জোনে কর্মযজ্ঞ চলছে

জাপানিজ ইকোনোমিক জোনে কর্মযজ্ঞ চলছে

আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে নির্মাণাধীন জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের কর্মযজ্ঞ এগিয়ে চলছে। জাপানি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, আগামী বছরের মধ্যে উৎপাদনে যাবে তাঁরা।আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমিতে জাপানি বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে নির্মিত হচ্ছে জাপানিজ ইকোনোমিক জোন। ২০১৯ সালের মে মাসে চুক্তিবদ্ধ হওয়ার পর উন্নয়ন কাজ শুরু করে জাপানের সুমিতোমো করপোরেশন। বেজার ২৪ শতাংশ ও সুমিতোমোর ৭৬ শতাংশ অংশীদারিত্বে এটি দুই দেশের একটি যৌথ অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে। ২০২২ সালের মাঝামাঝি সময়ে এখানে চূড়ান্তভাবে কারখানা স্থাপন হওয়ার কথা। রাজধানীর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত নাওকি আইটিও বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করবে। আড়াইহাজারে নির্মাণাধীন জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে আগামী বছরের মধ্যে উৎপাদনে যাবে তাঁরা।জাইকার প্রধান বলেন, “নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এ অর্থনৈতিক অঞ্চলের কাজ এখন পূর্ণদ্যোমে এগিয়ে চলছে। এটি অত্যন্ত আশাব্যাঞ্জক সাফল্য।” পরিদর্শক দলে থাকা বেজার একজন কর্মকর্তা জানান, অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নের কাজ জোর গতিতে এগিয়ে চলছে। সেখানে প্রবেশ করার মূল সড়কগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। গ্যাস পাইপলাইন রিলোকেশন কাজও প্রায় শেষ পর্যায়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com