সোনারগাঁ সংবাদদাতা:
আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে আওয়ামী দলীয় দুই প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২১ মার্চ) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে তার সমর্থন দিয়ে অপর চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনির বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেন। তিনি বর্তমান চেয়ারম্যানকে যোগ্য প্রার্থী ঘোষণা দিয়ে অপর তরুণ প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনিকে সমর্থন না দেয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহŸান জানান। এই ঘটনার একদিন পর সোমবার (২২ মার্চ) বিকেলে মোগরাপাড়া বাজার এলাকায় আওয়ামী দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, নৌকা প্রতীক চাওয়ার অধিকার সবার আছে। যে পাবে সেই চেয়ারম্যান পদে নির্বাচন করবে। আমি নৌকা প্রতীক চাওয়াতে চেয়ারম্যান মোশারফ হোসেন সাহেব আমার বিপক্ষে সংবাদ সম্মেলন করেছেন। এটি কাম্য নয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।