নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদরের খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল (করোনা হাসপাতাল) এ করোনা পরীক্ষার নতুন একটি পিসিআর মেশিন এসেছে।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, (২৪ মার্চ) সকালেই নতুন মেশিনটি স্থাপন করার প্রক্রিয়া শুরু হবে। যদি কালকের মধ্যেই মেশিনটি স্থাপন করা সম্ভব হয়, তবে যতো দ্রুত সম্ভব খানপুরে আবার করোনার নমুনা পরীক্ষা শুরু করা যাবে। আপাতত সংগৃহীত নমুনাগুলো গাজী পিসিআর ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, গত ২২ মার্চ (সোমবার) খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের একমাত্র পিসিআর মেশিনটি নষ্ট হলে সেখানে করোনার নমুনা পরীক্ষা স্থগিত ছিলো। এরপর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জরুরি ভিত্তিতে মেশিনটি সচল অথবা নতুনভাবে প্রতিস্থাপন করার জন্য আবেদন করেন। তার আবেদনের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় পরের দিনই একটি নতুন পিসিআর মেশিন পাঠায়।প্রসঙ্গত, সারা দেশের মত নারায়ণগঞ্জেও আবার তীব্র রূপ ধারণ করছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় (২২ মার্চ-২৩ মার্চ) নতুন করে ২৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।