নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় (২২ মার্চ সকাল ৮টা-২৩ মার্চ সকাল ৮টা) নতুন করে ২৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এছাড়া করোনায় সোনারগাঁয়ে ৬৮ বছরের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় করোনা শনাক্ত দাঁড়ালো মোট ৯৩৯৭। নারায়ণগঞ্জে প্রথম করোনা শনাক্ত করা হয় ২০২০ সালের ৮ মার্চ। পুরো জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে ৮১৭০৭টি। করোনা আক্রান্ত হয়ে এ যাবৎ মৃত্যু হয়েছে মোট ১৬৩ জনের। করোনা জয় করেছেন ৮৮২৭ জন, এখনো চিকিৎসাধীন আছেন ৩৬৭জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।