নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের প্রথিতযশা সাংবাদিক অহিদুল হক খান ব্রেন স্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। গতকাল সোমবার (২২ মার্চ) বিকেলে তিনি ব্রেন স্ট্রোক করেন। তাঁর শরীরের একটি অংশ অবশ (প্যারালাইজড) হয়ে গেছে। প্রথমে তাকে নারায়ণগঞ্জের পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে বাড়িতে নেওয়া হয়। পরে মঙ্গলবার ভোরে তাকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজি সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন তিনি। তাঁর সুস্থতা কামনায় পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্খীরা দোয়া প্রার্থনা করেছেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ জানান, ব্রেইন স্ট্রোক করার পর সাংবাদিক অহিদুল হক খানকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হলে করোনাকালীন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নেওয়ার পর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়াতে ভোরে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজি সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। তাঁর শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।