Logo
HEL [tta_listen_btn]

একমাস আগে দু’জনই করোনার টিকা নিয়েছিলেন সস্ত্রীক করোনায় আক্রান্ত চেয়ারম্যান আনোয়ার

একমাস আগে দু’জনই করোনার টিকা নিয়েছিলেন সস্ত্রীক করোনায় আক্রান্ত চেয়ারম্যান আনোয়ার

নিজস্ব সংবাদদাতা:
টিকা নেয়ার এক মাসের মধ্যে স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বুধবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সভাপতির ঘনিষ্টজন হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত। তিনি জানান, ‘গত কয়েক দিন যাবৎই অসুস্থ ছিল। আজ আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সব ধরণের নিয়ম মেনে চলছেন। সকলের কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন।’ প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com