সংবাদ বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার (২৫ মার্চ) নারায়ণগঞ্জ কলেজে জাতীয় গণহত্যা দিবস স্মরণে ভাবগম্ভীর পরিবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি আরব রিয়াদের বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কবি করিম রেজা, কলেজ গভর্নিং বডির সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু, শিক্ষক প্রতিনিধি সদস্য ফারুকআহম্মেদ। আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে নারায়ণগঞ্জ কলেজ কালচারাল ক্লাবের শিক্ষার্থীরা। শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ লাইভের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্ত হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।