নিজস্ব সংবাদদাতা:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদ। বুধবার (২৪ মার্চ) বিকেলে শায়েস্তা খাঁ সড়কে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ল²ী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নাসরিন সুলতানা৷ বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, মহিলা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আঞ্জুমান আরা আকসির, রোকেয়া পদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, বীর মুক্তিযোদ্ধা প্রীতি কনা দাস, বীর মুক্তিযোদ্ধা ডা. দীপা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শিখা চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মাসুদা সুলতানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহিমা খাতুন, জেলা মহিলা পরিষদের সহসভাপতি রীনা আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহিমা খাতুন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন খেলাঘর আসরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে বীর নারী মুক্তিযোদ্ধাদের অনেকে আক্ষেপ করে বলেন, কঠিন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন করলেও স্বাধীনতার স্বাদ পাচ্ছি না৷ সা¤প্রদায়িক হামলা, নারী ও শিশু নির্যাতন স্বাধীনতার প্রাপ্তি ম্লান করে দিচ্ছে৷ অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা সংগ্রামে প্রাণ হারানো শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়৷ উপস্থিত সাত বীর মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন ৷ স্মৃতিচারণ করতে গিয়ে তারা আবেগতাড়িত হয়ে পড়েন৷ অনুষ্ঠানের শেষ পর্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়৷ এ সময় গান, কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্যবৃন্দ৷
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।