Logo
HEL [tta_listen_btn]

বাউয়েটে গণহত্যা দিবসেআলোচনা সভা

বাউয়েটে গণহত্যা দিবসেআলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার(২৫ মার্চ) তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে সকাল এগারোটায় গণহত্যা দিবস-২০২১ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ ও আলোচনা করেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব.) শেখ মোঃ শামীম হোসেন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ সরকার প্রমুখ। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তাগণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এদেশের অসংখ্য মানুষ অকাতরে প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য । তিনি আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে তাঁকে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা হবে।’ সহকারী গ্রন্থাগারিক মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারীগণ।
এছাড়া বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর ২৫ মার্চ ১৯৭১ সালে এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত, দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং বিশ^বিদ্যালয়ের উন্নতির জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com