নিজস্ব সংবাদদাতা:
২০০১ সালের একটি ঘটনা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জীবনের রাজনৈতিক চেতনাকে বদলে দিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে একটি বেসরকারি চ্যানেলের টিভি টকশোতে তিনি এই কথা বলেন। শামীম ওসমান বলেন, ২০০১ এর প্রচন্ড গরমের সময়ে আড়াইহাজারের একটি জনসভায় দুপুর ১ টায় জাতির জনকের কন্যা গেলেন। আমি জনসভাটি উপস্থাপনা করছিলাম। প্রচন্ড গরমে ঘেমে আমার নিজের কাছে নিজের ঘৃণা লাগছিলো। আমরা বিদায় নেওয়ার পরে এসএসএফ ও সেনাবাহিনীর লোক এসে আমাকে বললো, স্যার আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন। আমি তাদের গাড়িতে উঠে দ্রুত গেলাম। দেখলাম তিনি হেলিকপ্টারে উঠবেন আমাকে বললেন, শামীম আমি সকালে কিছু খাই নাই। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। তুই যাবি আমার সাথে একটু? আমি জিজ্ঞেস করলাম কোথায় আপা? তিনি বললেন চান্দিনা। আমার নিজের কাছে খারাপ লাগছিলো কারণ আমার পোশাক ও অবস্থার কারণে। আমি বললাম আমার অবস্থা তো খুব খারাপ। তিনি বললেন কিচ্ছু হবে না, তুই চল। তুই কতক্ষণ বক্তব্য রাখিস ততক্ষণ আমি রেস্ট নিয়ে নিবো। আমার মায়া লাগলো খুব। ঠিক সেই মুহূর্তে বিশ্বাস করেন আমি দেখলাম হেলিকপ্টারের মাত্র ২০ বা ৩০ হাত দূরে কিছু ভদ্রমহিলা, গ্রামের বৃদ্ধ মহিলা হাত দেখাচ্ছেন। আর কিছু বাচ্চা ছেলে, প্যান্ট নাই তারা হাসিনা, হাসিনা বলে চিৎকার দিচ্ছে। আমি দেখলাম তিনি হাঁটা ধরলেন সেদিকে। সেনাবাহিনী বললেন স্যার, স্যার ওইদিকে যাবেন না। একটা সময় তিনি ধমক দিয়ে বললেন সরো তো। তিনি গেলেন এবং যাওয়ার পরে ভদ্রমহিলাগুলি যখন তাকে বুকে জড়িয়ে ধরলো আমি দেখলাম তিনি বুকের মধ্যে মাথা দিয়ে আদরটা নিলেন। এবং তিনি একটা না সবার কাছে গেলেন এক এক করে। বৃদ্ধ লোকগুলো মাথায় হাত দিয়ে আদর করলো তিনি চোখ বন্ধ করে আদরটি নিলেন। এবং ফিরে যাওয়ার সময় বাচ্চা ছেলেগুলো হাসিনা, হাসিনা বলছে তিনি হাসলেন। তিনি বলেন, ঘটনাটি একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু যে ঘটনা আমার জীবনের রাজনৈতিক চেতনাকে বদলে দিলো সেটি হচ্ছে হেলিকপ্টারে উঠার পরে। হেলিকপ্টারে আমি তার সামনের সিটে বসা। আমি দেখছি তিনি নীচের দিকে তাকিয়ে আছেন আর তার চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে কিন্তু মুখে হাসি। কিন্তু তখন তো বয়স কম ছিলো যা ইচ্ছে তা জিজ্ঞেস করতাম। আমি বললাম আপা আপনি কাঁদছেন নাকি হাসছেন? যে উত্তরটি দিয়েছে সেটির নামই হলো রাজনীতি এবং এটি তার কাছে আশা করি। তিনি উত্তরটা দিয়েছিলেন শামীম, এই মহিলাগুলো যখন আমায় বুকে চেপে ধরে তখন আমার মনে হয় কবর থেকে উঠে এসে আমার মা আমাকে জড়িয়ে ধরেছে। এবং বলছে, মাগো এদেশের মানুষগুলো বড় অসহায়, ওদের জন্য কিছু কর। যখন বৃদ্ধ লোকগুলো আমার মাথায় হাত দিয়ে দোয়া করছে তখন আমার মনে হয় আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব আমার মাথায় হাত দিয়েছেন। আর ছোট বাচ্চাগুলো যখন হাসিনা বলে ডাকে তখন মনে হয় রাসেলকে যখন হত্যা করা হয়েছিল তখন রাসেল বলছিলো, ও হাসু আপা, আমাকে একটু কোলে নাও।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।