নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জজেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম বলেছেন, আমরা সবাই কিন্তু মানুষের মতো মানুষ হতে চাই। আমি বড় পুলিশ অফিসার হলাম কিন্তু ভালো মানুষ হলাম না, তাহলে কি হবে? না হবে না। ভালো পুলিশ হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষরা একসময় ভালো ডাক্তার হতে পারবে, ভালো মন্ত্রী হতে পারবে, ভালো এমপি হতে পারবে। তাই আমাদের সবার ভালো মানুষ হতে হবে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের জন্মদিন ও তার মা শাহ্ শরীফুন নেছার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ মার্চ) সকালে গলাচিপা ৩৫/৩৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশন আয়োজিত স্কুল ব্যাগ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসপি জায়েদুল এ সময় আরও বলেন, শিক্ষকদের সব কথা যে মানবে, সে ভালো মানুষ হতে পারবে। আমাদের সময় স্কুল এত উন্নত ছিলো না। আমাদের স্কুল মাটি দিয়ে উঁচু করে তারপর পড়া-লেখা করতাম, কেননা স্কুলে পানি চলে আসতো। ওই স্কুলে পরে আজ অনেকে ডাক্তার হয়েছে, মন্ত্রী হয়েছে। সেই তুলনায় তোমরা কিন্তু ভালো অবস্থানে আছো। আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, তাই তোমাদেরও আরো বড় চিন্তা করতে হবে। আমরা সবাই বড় বড় অবস্থানে গিয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো। একদিন আমাদের জায়গায় তোমরা আসবা, আমরা হয়তো চলে যাবো। এই স্কুলটাকে তোমরা আরো এগিয়ে নিয়ে যাবা। এ সময় আরো কিছু শিক্ষার্থীদের ব্যাগ দেয়ার জন্য নিজ থেকে আর্থিক সহয়তা করবেন বলে জানান এসপি জায়েদুল।
সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (এডমিন) কামরুলসহ অনেকে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।