Logo
HEL [tta_listen_btn]

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

নিজস্ব সংবাদদাতা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে বুধবার (২৪ মার্চ) বিকেলে খানপুর হাসপাতালের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের চাষাঢ়া থেকে দুই নং রেল গেট হয়ে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আরশাফুল ইসলাম ইসমাইল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশ থেকে হাবিবুর রহমান রিয়াদ বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর র‌্যালিতে অংশ নেওয়ায় এমপি শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠান পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com