নিজস্ব সংবাদদাতা:
মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও স্বাধীনতার (৫০) সুবর্ণজয়ন্তী উপলক্ষে ও দেশে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানুষকে করোনা মুক্ত রাখতে ও জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সাধারণ মানুষ ও আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুল হক হান্টু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি এড.মশিউর রহমান শাহিন জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক এড.এইচ.এম আনোয়ার প্রধান, ফোরাম নেতা এড.শিমুল, এড. হেলাল সরকার, এড.মাহমুদুল ইসলাম আলমগীর, এড. আসমা হেলেন বিথী প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।