Logo

উন্মেষের মোমশিখা প্রজ্বালন

উন্মেষের মোমশিখা প্রজ্বালন

নিজস্ব সংবাদদাতা:
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞ স্মরণে মোমশিখা প্রজ্বালন করেছেন উন্মেষ সাংস্কৃতিক সংসদ। ‘বধ্যভূমির পাথর ফুঁড়েই উঠবে জেগে লক্ষ প্রাণ’ এই স্লোগানে বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করে সংগঠনটি। এ সময় বক্তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যাকারীদের বিচার দাবি করেন। উন্মেষ সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, সিপিবির কেন্দ্রীয় নেতা এড. মন্টু ঘোষ, জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সমমনার দুলাল সাহা, প্রগতি লেখক সংঘের জাকির হোসাইন, উন্মেষের জেলা শাখার সাবেক সভাপতি সুজয় রায়চৌধুরী, শরৎ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক রকিবুল জেমস, সদস্য মাহবুব আলম, নাসিম আফজাল, শুভ বণিক, শ্রমিক নেতা আব্দুল হাই শরীফ, ইকবাল হোসেন, বিমল কান্তি দাস প্রমুখ। বক্তারা বলেন, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, পঁচিশে মার্চ রাতে এক লাখ মানুষকে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। যেখানে যাকে পেয়েছে সেভাবে হত্যা করেছে। একরাতে এক লাখ মানুষকে হত্যা করার মতো নজির পৃথিবীর ইতিহাসে নাই। ইতিহাসের একটি জঘন্যতম হত্যাকান্ড এটি। ফলে সা¤প্রতিককালে আন্তর্জাতিকভাবে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপিত হয়েছে। এটি অত্যন্ত যুক্তিসঙ্গত। গণহত্যার ৫০ বছর পূর্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে পাকিস্তানের সেই গণহত্যাকারীদের বিচারের দাবি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com