নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার(২৫ মার্চ) সন্ধ্যা ৭ টা থেকে ৭ টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউট’ কর্মসূচী ১ মিনিট ক্লাবের সকল আলো বন্ধ করার মাধ্যমে ৭১’র আজকের এই দিনে সকল শহীদদের স্মরণ করা হয়। পরে বিশেষ কমিটির পক্ষে আহবায়ক ও ক্লাব সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ কমিটির সদস্য হাবিবুর রহমান বাদল। উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সহ-সভাপতি বিপ্লব সাহা, তমিজ উদ্দিন রিজভী, খাজা এবায়দুল হক টিপু প্রমুখ। ক্লাব সভাপতি তানভীর আহমেদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, নতুন প্রজন্মের সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের আমি ও নারায়ণগঞ্জ ক্লাব যথাযথ সম্মান দিয়ে থাকে। নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা সব সময় সম্মানিত করে থাকি। হাবিবুর রহমান বাদল বলেন, এই কালো রাতে পাক হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা শুরুর পর নারায়ণগঞ্জে প্রবেশের সময় এই নারায়ণগঞ্জবাসী প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। ৭১ সালে ২৬ মার্চ নারায়ণগঞ্জের ছাত্র জনতা মাসদাইর কবরস্থানের অদূরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম বেসরকারী প্রতিরোধ গড়ে তোলে। যে কারণে হানাদার বাহিনী পরবর্তীতে সেখানকার নিরীহ গ্রামবাসীদের উপর হামলা চালিয়ে ২৭ জনেরও বেশী বাংঙ্গালীকে হত্যা করে। তিনি এসব শহীদদের সরকার স্বীকৃতি দাবী করেন। পরে ক্লাব সভাপতি তানভীর আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফাগুন হাওয়া দেখার আহবান জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।