সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী এলাকায় কতিপয় স্বার্থান্বেষী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে মেলা চালিয়ে আসছিল। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারি নেপথ্য থেকে এদেরকে সহযোগীতা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু গত কয়েকদিন যাবৎ নারায়ণগঞ্জে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায়প্রশাসনের টনক নড়ে। গণসমাগম এড়িয়ে চলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে। তার পরেও যেন কোন মতে আটকানো যাচ্ছেনা গণসমাগম। পার্কে মেলায় এবং বিনোদন কেন্দ্রগুলো করোনার হটস্পট হয়ে দাড়িয়েছে। তাই ঘন ঘন অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ মেলা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রেজা মাসুম প্রধান। অভিযান সম্পর্কে মাসুম প্রধান বলেন, চৌধুরী বাড়ী এলাকায় জাইল্লা পাড়া ব্রিজের ঢালে মাঠে কয়েকদিন পূর্বে থেকে একটি অবৈধ মেলা চলে আসছিলো। অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এ মেলার সাউন্ড সিস্টেমের জোরালো আওয়াজে স্থানীয় জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। করোনাকালে সরকারি অনুমোদন না থাকায় বুধবার উচ্ছেদ অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।