সোনারগাঁ সংবাদদাতা:
সোনারগাঁর বৈদ্যেরবাজার থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ মার্চ (বৃহস্পতিবার) সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদি ব্রিজের নিচে যুবকটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপরলাশটি উদ্ধার করে পুলিশ। ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের গায়ে টি শার্ট, জিন্সপ্যান্ট ও পায়ে কেডস পরিহিত ছিল। মুখে ছোট ছোট দাঁড়ি রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।