বন্দর সংবাদদাতা:
উৎসব মূখর পরিবেশে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গত শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকায় বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি সহ-সভাপতি আলহাজ¦ আতাউর রহমান মুকুলের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে বিএনপি প্রভাবশালী নেতা আলহাজ¦ আতাউর রহমান মুকুল দুঃখ প্রকাশ করে গণমাধ্যমকে জানান, আমরা স্বাধীনদেশে বসবাস করেও স্বাধীন ভাবে কথা বলতে পারছি না। আমাদের সকলকে এই পরাধিনতা থেকে বের হয়ে আসতে হবে। এই পরাধিনতা থেকে বের হয়ে আসতে হলে বিএনপিকে আরো শক্তিশালী হবে হবে। দলকে শক্তিশালী করতে হলে সকল প্রকার কোন্দল পরিহার করতে হবে। দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। সর্বপরি সকলের মান অভিমান পরিহার করে দলের জন্য কাজ করতে হবে। সে সাথে দল ও দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। র্যালিতে অংশ গ্রহণ করেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সবুর খান সেন্টু, মহানগর বিএনপি দপ্তর সম্পাদক ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহাম্মেদ, মহানগর বিএনপি সহকারি আইন বিষয়ক সম্পাদক এড. আনিছুর রহমান, মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, একই কমিটির সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, একই কমিটির সহজ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিব, মহানগর শ্রমিকদল নেতা মনির মল্লিক, ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা আল-মামুন, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।