Logo
শিরোনাম
তোলারাম কলেজের অধ্যক্ষের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাক্ষাৎ শ্রমিক শামীম হত্যায় গ্রেফতার আলফাস দুই দিনের রিমান্ডে জেলা কৃষকদলে শাহীন আহ্বায়ক, সদস্য সচিব আলম ফতুল্লায় যুবলীগ নেতা গ্রেপ্তার যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ৬ মামলায় জরিমানা আদায় মামুন হত্যায় আকতার ও সুমনকে আসামি করে মামলা নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের পিছনে প্রকাশ্যে মাদকের হাট সন্ত্রাসীদের আটক করতে না.গঞ্জসহ সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রশাসন নিরব থাকলে ছাত্র-জনতা উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে: আব্দুল্লাহ আল আমিন মোবাইলের কারণে যুবকরা ক্রীড়া ও শিক্ষার দিকে অমনোযোগী হয়ে পড়ছে: গিয়াসউদ্দিন
HEL [tta_listen_btn]

বন্দরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বন্দরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বন্দর সংবাদদাতা:
উৎসব মূখর পরিবেশে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গত শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকায় বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি সহ-সভাপতি আলহাজ¦ আতাউর রহমান মুকুলের নেতৃত্বে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে বিএনপি প্রভাবশালী নেতা আলহাজ¦ আতাউর রহমান মুকুল দুঃখ প্রকাশ করে গণমাধ্যমকে জানান, আমরা স্বাধীনদেশে বসবাস করেও স্বাধীন ভাবে কথা বলতে পারছি না। আমাদের সকলকে এই পরাধিনতা থেকে বের হয়ে আসতে হবে। এই পরাধিনতা থেকে বের হয়ে আসতে হলে বিএনপিকে আরো শক্তিশালী হবে হবে। দলকে শক্তিশালী করতে হলে সকল প্রকার কোন্দল পরিহার করতে হবে। দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। সর্বপরি সকলের মান অভিমান পরিহার করে দলের জন্য কাজ করতে হবে। সে সাথে দল ও দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। র‌্যালিতে অংশ গ্রহণ করেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সবুর খান সেন্টু, মহানগর বিএনপি দপ্তর সম্পাদক ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহাম্মেদ, মহানগর বিএনপি সহকারি আইন বিষয়ক সম্পাদক এড. আনিছুর রহমান, মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, একই কমিটির সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, একই কমিটির সহজ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিব, মহানগর শ্রমিকদল নেতা মনির মল্লিক, ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা আল-মামুন, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com