Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জ ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

রূপগঞ্জ ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

রূপগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটিতে পদায়ন করা হয়েছে ছাত্রলীগ নেতাকে। সর্বোচ্চ পদ দেয়া হয়েছে বিবাহিত ব্যক্তিকে। রয়েছে অছাত্র আর মাদকাসক্ত। সদ্য গঠিত সমালোচিত এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদ পাওয়া ১৩ ছাত্রদল নেতা। জেলা ছাত্রদলের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ সুবিধা গ্রহনের অভিযোগ তুলে তারা ৭২ ঘন্টার মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানান। তা না হলে গণ পদত্যাগসহ আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্রদল নেতারা। এ ব্যাপারে তারা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ও কেন্দ্রিয় ছাত্রদল নেতাদের হস্তক্ষেপ প্রত্যাশা করেন। শনিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার মুড়াপাড়ায় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গত ২৫ মার্চ অনুমোদন পাওয়া উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ন আহবায়ক নাহিদ হাসান ভুইয়া লিখিত অভিযোগে জানান, ২৫ মার্চ রাতের অন্ধকারে জেলা ছাত্রদল মনগড়া রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি’র অনুমোদন দেয়। যে কমিটির আহবায়ক করা হয়েছে বিবাহিত সুলতান মাহমুদকে। কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সাংগঠনিক টিম ‘খ’ তদন্ত করে এর সত্যতা পাবার পরও কিভাবে সে উপজেলা ছাত্রদলের সর্বোচ্চ পদ দখল করে। এছাড়া ঢাকা মহানগর উত্তরের আওতায় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফ বিল্লাহ আলিফকে করা হয়েছে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক। অনেকের নেই ছাত্রত্ব, রয়েছে মাদকসেবী। এ কারনে সদস্য ঘোষিত ২১ সদস্যর আহবায়ক কমিটির নাহিদ হাসান ভুইয়া, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান মিঠু, আলমগীর হোসেন নয়ন, হাবিবুর রহমার হাবিব, জাইদুল ইসলাম, আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান, শরিফ হোসাইন, ইসহাক, হুমায়ুন কবির টিটু, পাভেল মোল্লা ও জোবায়ের মোল্লা এই ১৩ নেতা ৭২ ঘন্টার মধ্যে সমালোচিত কমিটি বাতিল না হলে গণ পদত্যাগের আলটিমেটাম দেয়। এছাড়া তারা আরো বৃহৎ কর্মসূচি পালনেরও হুশিয়ারি প্রদান করে। এ ব্যাপারে তারা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ও কেন্দ্রিয় ছাত্রদল নেতাদের হস্তক্ষেপ কামনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com