Logo
HEL [tta_listen_btn]

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

হোমনা সংবাদদাতা:
কুমিল্লার হোমনায় শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রমুক্ত দেশ গড়া ও অবকাঠামোগত সার্বিক উন্নয়নের কথা বলেছেন কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। শনিবার (২৭ মার্চ) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’র তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা আহমাদ মেরী এম পি বলেন, আমরা চাই পেট ভরে দুবেলা খাবার, একজন সাধারণ মানুষ হিসেবে আমরা চাই উন্নয়ন। আমাদের রাস্তা ঠিক থাকবে, সব সময় বিদ্যুৎ থাকবে, যখন রাস্তায় বের হবো নিরাপদে যেন বাড়ি পৌঁছতে পারি-তার নিশ্চয়তা থাকবে, কোনো অভিযোগ নিয়ে থানায় গেলে পূর্ণ আইনি সহায়তা পাওয়ার নিশ্চয়তা থাকবে। ছেলেমেয়েরা পড়াশোনা করবে, বৃদ্ধ বাব-মা’রা ঠিকমতো চিকিৎসা পাবে, আমাদের কৃষক ভাইয়েরা যেন ঠিকমতো সার-বীজ পায় এটাই আমরা চাই। তিনি আরও বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম- তখন গ্রামে গেলে কেরোসিনের হারিকেনের আলোয় থাকতে হতো। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় আজকে বাংলাদেশের প্রতিটি এলাকর প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল বিভাগে ধারাবাহিক উন্নয়নের ফলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ করতে পেরেছি। বাংলাদেশের গৌরবময় অর্জনকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি, উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপি র‌্যালিতে অংশ নিয়ে পরিষদ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর মেয়র এড. মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাযেস আকন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোঃ ইলিয়াস, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, সাংবাদিক কামাল হোসেন, উপজেরা যুবলীগের সভাপতি খন্দকার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসেনর উদ্যোগে পরিষদ মাঠে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর ৩৭টি স্টলের মাধ্যমে তাদের সাফল্য ও তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com