Logo
HEL [tta_listen_btn]

আমার বিরুদ্ধে হিন্দু ও হেফাজতকে উস্কে দেয়া হচ্ছে মেয়র আইভী

আমার বিরুদ্ধে হিন্দু ও হেফাজতকে উস্কে দেয়া হচ্ছে মেয়র আইভী

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি এখন অনেকের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছি। এ কারণে আমার বিরুদ্ধে হিন্দু এবং হেফাজতকে উস্কে দেয়া হচ্ছে। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে বলেন, ‘নারায়ণগঞ্জে হিন্দু-মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে উনি প্রমাণ করতে চান যে, আইভী এখানে জনপ্রিয় নন, আইভীকে মার্কাটা দিয়েন না, যাতে আইভী নির্বাচন করতে না পারে। সকল কিছুর মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে এখন আইভী। দয়া করে আইভীকে মাথা থেকে বাদ দেন। দেখবেন শান্তিতে ঘুমাতে পারবেন। অনেক কাজও ঠিকমতো করতে পারবেন। আমরা জনগণের কাতারে গিয়ে কাজ করি। সুতরাং আমাদেরও কাজ করতে দিন।’ শুক্রবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২ নম্বর বাবুরাইল এলাকায় স্টার ক্লাউডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি স্বাধীতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান সকলকে। সিটি মেয়র বলেন, ‘জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ও নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন। কিন্তু এখন মুক্তিযোদ্ধারা যেন একটু নিষ্প্রাণ হয়ে যাচ্ছেন। অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। অনেকেই আবার নানা পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জ শহরে অনেক কথা বলতে চান না।’
তিনি বলেন, ‘বর্তমানে রাজাকারের অবির্ভাব বেশি দেখতে পাচ্ছি। বিভিন্ন সরকারি ও মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে রাজাকার ও রাজাকারের ছেলেদের প্রতিষ্ঠা করার জন্য একটি গ্রুপ সবসময় তৎপর। আমরা এসব চাই না। আমরা চাই সঠিক ইতিহাস বেড়িয়ে আসুক। কিন্তু প্রভাবশালীদের কারণে সাধারণ মানুষে এসব কথা বলতে পারে না। আমরা ক’জন এই কথা বলে আসছি। কিন্তু মানুষ এই কথার সাথে একমত আছেন।’
মেয়র আইভী বলেন, ‘জঘন্য কাজগুলি আপনারা করছেন। মুক্তিযোদ্ধার সন্তানদের অবহেলা করেন, মুক্তিযোদ্ধাদের নাম বিকৃত করেন। মুক্তিযোদ্ধা সংসদকে নিজেদের বানিয়ে ফেলেছেন। নাম-ঠিকানা ভুল পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের হয়রানি করেন। অথচ রাজাকারের ছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এই কাজ যদি আমি করতাম তাহলে এই নারায়ণগঞ্জে কিযে হতো, তা একমাত্র আল্লাহই জানেন। শত, হাজার ভালো কাজ করার পরও আমার বিরুদ্ধে প্রতিদিন মিটিং-মিছিল হচ্ছে। এই নারায়ণগঞ্জ সা¤প্রদায়িক স¤প্রীতির একটি শহর। আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান একত্রে মিলেমিশে বসবাস করে আসছি। একে অন্যের ভাই-বোন হয়ে একসাথে বিভিন্ন উৎসব উদযাপন করে আসছি। কিন্তু এক আইভীকে কেন্দ্র করে হিন্দুদের উসকানি দেওয়া হচ্ছে, হেফাজতকে উসকানি দিয়ে মাঠে নামানো হচ্ছে।’ স্টার ক্লাউড সংগঠনের সভাপতি টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল।
আইভীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একাত্তরের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার (২৬ মার্চ) সকালে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু চত্ত¡রে শ্রদ্ধা জানান তিনি। সকাল সোয়া ৯টার দিকে নিতাইগঞ্জের নগরভবনের সামনে থেকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে লাল-সবুজ রঙের শাড়ি ও পাঞ্জাবী পরে, পতাকা হাতে অংশ নেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে দুই নম্বর রেলগেইট এলাকায় নাসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সিটি মেয়র আইভী। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সিটির প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, কাউন্সিলর কবির হোসাইন, আব্দুল করিম বাবু, ফয়সাল সাগর, শাওন অংকন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, আবুল হোসেন, শ্যামল পাল প্রমুখ। পরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, স্বাচীপসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে পৃথক পুষ্পস্তবক অর্পন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, যুবলীগ নেতা শরীফ হিরা, হিমেল খান হিমু প্রমুখ।
বিভা’র বক্তব্য
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান বলেছেন, ‘নারায়ণগঞ্জবাসীর ভাগ্য ভালো আইভী আপার মতো একজন মেয়র আমরা পেয়েছি। নির্বাচনের কথা বলবো না। আমি এতটুকুই বিশ্বাস করি, জনগণ সত্যের পথে আছেন, উন্নয়নের পথে আছেন। সুতরাং আপনারা যেটা ভালো মনে করেন সেটা করবেন।’ বিভা হাসান বলেন, ‘করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যাপক কাজ করেছে। আমাদের মেয়রের নেতৃত্বে আমরা সকলকে সেবা দিয়েছি। এইটা নতুন করে বলার কিছু নেই, সবই আপনারা দেখতে পেয়েছেন। আমরা ৩৬ জন কাউন্সিলরই মেয়র মহোদয়ের নির্দেশে সকলের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিয়েছি। অনেকের দাফন-কাফনের ব্যবস্থা করেছি। সরাসরি দাফনে কাজ করার সুযোগ নেই বলে অন্যদের মাধ্যমে দাফনের ব্যবস্থা করেছি, সবকিছু তদারকির উপর রেখেছি। যতটুকু সম্ভব সিটি কর্পোরেশনের টিম নিয়ে কাজ করেছি।’ তিনি আরও বলেন, ‘ত্রাণের জন্য এমনও লোকের ফোন আসছে যাদের আশা করিনি। করোনাকালে অনেকেই সমস্যা পড়ে গিয়েছিলেন। রাতের বেলাও ফোন আসছে, দোতলা-তিনতলা বেয়ে ত্রাণ পৌছে দিয়েছি। যা করেছি তা আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না।’ প্যানেল মেয়র বলেন, ‘বিনামূল্যে চিকিৎসার যে আয়োজন করেছেন সেজন্য সাধুবাদ জানাই। এটি একটি সামাজিক সংগঠন। তারা প্রায় সময়ই ভালো কাজ করেন। একটি সংগঠন তৈরি করা সহজ কিন্তু সেটার সাথে লেগে থাকা সহজ না। একটি সংগঠন সকলে মিলে গঠিত হয়। সকলে মিলে কাজ করলে অনেক দূরে নিয়ে যাওয়া যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com