নিজস্ব সংবাদদাতা:
করোনা ভাইরাসের প্রকোপের মাত্রা ফের দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। সারা দেশের বেশির ভাগ জেলা ও অঞ্চলে এটি দানবীয় ছায়া ফেলে রেখেছে। আমাদের নারায়ণগঞ্জেও আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আবারও জনজীবনে চলে এসেছে একটা স্থবিরতা। তার উপর টাকার সংকট। এ অবস্থায় গর্ভবতী মায়ের চিকিৎসা পাওয়া নিয়ে শঙ্কা ছিল। সাত-পাচ না ভেবে সহযোগীতার আশায় গত ২৬ মার্চ ‘স্বাধীনতা দিবসে’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আয়শা আক্তার দিনাকে ফোন করেছিলেন নারী। নারীর কষ্টের কথা শুনে শুক্রবারই তার বাড়িতে ছুটে যান। এরপর তাকে নিয়ে গেছেন আলমক্কা হাসপাতালে। হাসপাতালের মালিক ও চিকিৎসক দিনার পরিচিত হওয়ায় তারাও ছিলেন আন্তরিক। শুধু এই সন্তান প্রসব (ডেলিভারি) নয়, এর আগেও কাউন্সিলর আয়েশা আক্তার দিনা আরও ৯টি সন্তান প্রসবে সহযোগীতা করেছেন। এছাড়া করোনা প্রাদুর্ভাবের পর থেকে তাঁর এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে নিরবে নিভৃতে। সহযোগীতার বর্ণনা দিতে গিয়ে কাউন্সিলর আয়েশা আক্তার দিনা জানান, আমার শ্বশুর বাড়ির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলাম। এমন সময় ফোনে গর্ভবতী মা’য়ের ব্যাথা জড়ানো কন্ঠে আকুতি শুনলাম। শশুর বাড়ীর সকলেই ঘটনা শুনে আমাকে সাথে সাথে অসহায় মায়ের পাশে দাড়ানোর জন্য ছেড়ে দিলো। অল্পবয়সী নারী তার উপর প্রথম সন্তান সিজারে হয়েছে। এইটা দ্বিতীয় ডেলিভারি। অভাব অনটনের সংসারে দ্বিতীয় সন্তান নেওয়ার ইচ্ছা ছিলোনা, তারপরেও মহান রাব্বুল আলামীনের ইচ্ছা। রিক্সা নিয়ে গর্ভবতী নারীটিকে নিয়ে চলে গেলাম হাসপাতালে। আল্লাহ পাক এর খাস রহমতে জন্ম নিলো ফুটফুটে একটি পুত্র সন্তান। মা ও নবজাতক শিশু দুজনেই সুস্থ আছে। কাউন্সিলর আয়েশা আক্তার দিনা বলেন, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস হওয়ার কারণে বাচ্চাটির বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে নবজাতকের নাম রাখলাম স্বাধীন। কাউন্সিলর আয়েশা আক্তার দিনার এই মানুষের পাশে দাঁড়ানো নিয়ে তাঁর স্বামী সায়েম প্রধান বলেন, ‘ও যখন কোন মানুষের পাশে দাঁড়ায়, তখন আমাদের খুব ভালোই লাগে। তাছাড়া মানুষও উপকার পাচ্ছে। তাই কখনোই আমি বা আমার পরিবার বাঁধা দেইনি। সব সময় চেষ্টা করেছি উৎসাহ দিতে।’ অন্যদিকে, কাউন্সিলর আয়েশা আক্তার দিনাও ব্যাপারটি স্বীকার করে বলেন, পরিবার থেকে শুধু উৎসাহই নয়, অর্থ সহযোগীতাও পেয়েছি। প্রসঙ্গত, করোনার পর থেকে এ পর্যন্ত ১০ জন অসহায় গর্ভবতী মায়ের সহযোগীতায় এগিয়ে এসেছেন কাউন্সিলর আয়শা আক্তার দিনা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।