Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে আরও ২ করোনা রোগীর মৃত্যু

না’গঞ্জে আরও ২ করোনা রোগীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা:
গত ২ দিন করোনা আক্রান্ত কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় মরণঘাতি করোনাভাইরাস কেড়ে নিয়েছে আরও ২ প্রাণ আর সংক্রমন হয়েছে ৪৮ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে শনিবার (২৭ মার্চ) সকালে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ২৮ জন, সদরে ১৫ জন, বন্দরে ৫ জন আক্রান্ত হয়েছে। তবে, সোনারগাঁয়, আড়াইহাজার ও রূপগঞ্জে নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি।
মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। মৃত পুরুষ (৫২) সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা এবং মৃত নারী সদর উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এই পর্যন্ত মোট ৮৩ হাজার ৫১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৩ জনের। এর মধ্যে ৪৮ জন নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৯৬৭৭ জনে। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৮৯৯ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ৪১৩ জন, সদর উপজেলার ১ হাজার ৯২৬ জন, রূপগঞ্জের ১ হাজার ৫৬৪ জন, আড়াইহাজারের ৭০৭ জন, বন্দরের ৪৬৪ ও সোনারগাঁয়ের ৮২৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com