Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে বিজিবি মোতায়েন

না’গঞ্জে বিজিবি মোতায়েন

নিজস্ব সংবাদদাতা:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বেসামরিক প্রশাসনের সহায়তায় নারায়ণগঞ্জ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল ঢাকার বায়তুল মোকাররম এলাকাসহ দেশের কয়েকটি স্থান। বিক্ষোভে অংশ নেওয়া মাদ্রাসাশিক্ষার্থী, ধর্মভিত্তিক দলের নেতা-কর্মী ও মুসল্লিদের একটি অংশের সঙ্গে পুলিশ, সরকারি দলের ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। আহত হন শতাধিক। ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে আজ বাদ জোহর বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটি। কাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তারা। গতকাল রাতেই জেলায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়। সকালেও কয়েকবার টহল দিতে দেখা গেছে। এদিকে, জেলা শহরের ২নং রেল গেইট, বঙ্গবন্ধু সড়ক ও চাষাঢ়ায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com