Logo
HEL [tta_listen_btn]

নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

নিজস্ব সংবাদদাতা:
স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে পঞ্চাশবার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা হয়। এরপর সকাল ৬টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি ফুল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এরপর একে একে জেলা পুলিশ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই), লেডিস ক্লাব, জেলা স্কাউটস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআইডবিউটিএ, বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ প্রমুখ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আগে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় তিনি রাষ্ট্রের পক্ষে অভিবাদন গ্রহণ করেন। এইসময় মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। আলোচনা সভার পর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে বিকালে নগরীর কালীরবাজারে অবস্থিত গণগ্রন্থাগারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলার ৭ নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করে জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, মুক্তিযুদ্ধে জাতির পিতার অবদানকে পরবর্তী প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার মাঝেই এই প্রজন্মের সার্থকতা নিহিত। জেলা প্রশাসকের সহধর্মিণী ও সংগঠনের সভানেত্রী নাসরিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে নারী বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com