Logo
HEL [tta_listen_btn]

যুব ও ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

যুব ও ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

রূপগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সম্মিলিত বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের। শনিবার (২৭ মার্চ) দুপুরে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। শুক্রবার ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে মোদীবিরোধী বিক্ষোভে হামলার প্রতিবাদে এই মিছিল বের করে তারা। মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব।
ছাত্রদলের খাইরুল ইসলাম সজীবের অভিযোগ, দুপুরে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হতে থাকলে সেখানে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের সাত কর্মীকে পিটিয়ে আহত করা হয়। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, সোনারগাঁ থানা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, রূপগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলিফ, জেলা ছাত্রদল কর্মী সজল, রাজু, জাহিদুল ইসলাম বাবুসহ ৭ জন এই হামলায় আহত হয়েছেন। জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান বলেন বলেন, এভাবে হামলা করে আমাদের প্রতিবাদকে দমিয়ে রাখা যাবে না। দেশ ও গণতন্ত্র রক্ষার পাশাপাশি সব ধর্মের সব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এ দায়িত্ব থেকেই প্রতিবাদ-প্রতিরোধ অব্যাহত রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com