রূপগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা তাদের বক্তব্যে বলেন, সা¤প্রদায়িক মোদির বাংলাদেশে আগমন, বায়তুল মোকারম, হাটহাজারী ও বি-বাড়ীয়া সহ সারাদেশে নির্বিচারে মুসলিম ও ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদে রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই বিক্ষোপ মিছিল করে তারা। এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা বেলাল হোসাইন মাদানী, সাধারণ সম্পাদক মুফতি আঃ কাইয়ুম, মাওলানা ইউসুফ ফরিদী, মুফতি বদরুল আলম, মুফতি আবু হানিফ, মাওলানা তানঈম মাদানী, মুফতি নুরুল হক হক, মাওলানা বদরুজ্জামান, মাওলানা তাওতীদ, মাওলানা মাহবুব জালালাবাদিসহ হাজার হাজার ধর্মপ্রান মুসলমান ও আলেম ওলামাগণ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।