সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন। শুক্রবার (২৬ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকাস্থ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বাস ভবনে এ কর্মসূচিটি পালন করা হয়। এসময় মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭১’র স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মতিউর রহমান বেপারী, আইন সম্পাদক এড. আব্দুল লতিফ, সদস্য রমজান আলী, জাহাঙ্গীর হোসেন, বাদল মেম্বার, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, আওয়ামীলীগ নেতা আনোয়ার ইসলাম, আবু বক্কর সিদ্দিক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান, থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদা শিকদার, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, মহানগর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, মোতাহার হোসেন মনা, যুবলীগ নেতা মাসুদ রানা সহ প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।