বন্দর সংবাদদাতা :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে নির্মাণাধীন পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার (২৮ মার্চ) বিকেলে তিনি এই নির্মাণ কাজ পরিদর্শন করেন। সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে নির্মাণাধীন পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদটির দুইটি অংশ। পুরুষ অংশে পাঁচতলা ও মহিলাদের অংশে তিন তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদের কাজ শেষ হলে আলাদা করে ৩ হাজার নারী পুরুষ নামাজ পড়তে পারবে বলে জানিয়েছেন নির্মাণ কাজে যুক্ত সংশ্লিষ্টরা। পরিদর্শন কালে মেয়র মসজিদের প্রতিটি ফ্লোর ঘুরে দেখেন এবং নির্মাণ কাজের সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন। এইসময় মেয়রের সাথে ছিলেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, যুবলীগ নেতা আব্দুল মোতালেব, শরীফ হিরা, হিমেল খান হিমু প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।