ফতুল্লা সংবাদদাতা :
মোদী সফরবিরোধী আন্দোলনে হতাহতের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-নারায়নগঞ্জ পুরানো সড়কের ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড থকে শুরু করে বটতলা-শিবু মার্কেট হয়ে লিংকরোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ বলেন, অনির্বাচিত, অবৈধ এই সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। যে কোনো সময় বাজতে পারে বিদায় ঘন্টা। এ ছাড়া সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি জাকির হোসেন রবিন, ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব সালাউদ্দিন আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি ফারুক সানী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনোয়ার হোসাইন, হানিফ মোল্লা, কামরি, কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুম, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মনির, বক্তাবলি ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির হোসেন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, শাহিন, সৈয়দ মিশু, স্বেচ্ছাসেবকদল নেতা এস.কে শাহিন, মোঃ নাঈম, জেলা স্বেচ্ছাসেবক দলের হারুন উর রশিদ, মোঃ মামুন, আরিফ, ফতুল্লা থানা তৃনমূল ছাত্রদলের সদস্য সচিব লেলিন আহম্মেদ, সিনিয়র যুগ্ম-আহŸায়ক আরিফ হাসান, যুগ্ম-আহব্বায়ক রোমান মিয়া, সাইফুল ইসলাম সাইফ, সদস্য শান্ত, তুষার, অয়নসহ ফতুল্লা থানার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।