রূপগঞ্জ সংবাদদাতা :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিরস্ত্র মানুষের উপর গুলি বর্ষণ করে সারাদেশে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে রূপগঞ্জে কাঞ্চন পৌর যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মার্চ) দুপুরে উপজেলার কাঞ্চন বাজার থেকে শুরু করে মায়ারবাড়ি মহাসড়কে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর যুবদলের নবনির্বাচিত আহবায়ক মফিকুল ইসলাম খান, সদস্য সচিব কোহিনুর মিয়া, আব্দুল্লাহ মিয়া, রোকন মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন বাদশা, রফিজদ্দীন, জব্বার, রিপন, সাজেদুল আলমসহ কাঞ্চন পৌর যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড এলাকার নেতাকর্মীরা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।