Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ ক্লাব ১০ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি

না’গঞ্জ ক্লাব ১০ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি

সংবাদ বিজ্ঞপ্তি :
গত ২৬ মার্চ বিকাল ৪ টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ক্লাবের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন বিশেষ কমিটির তত্ত¡াবধানে বছরব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচীর ১৭ মার্চ থেকে ২৬ মার্চের ১০ম দিনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ কমিটির সদস্য ডাঃ এ কে এম শফিউল আলম ফেরদৌসের সঞ্চালনায় চিত্রাংকন, আবৃত্তি, সাঁতার, টেনিস, ¯œুকার ও পুল, জিম বিভাগের পুরুষ ও মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্লাব সভাপতি তানভীর আহমেদ পুরস্কার প্রদান করেন। এরপর বিশেষ কমিটির সদস্য চন্দন শীলের পরিচালনায় শিল্পীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক ও দেশাত্ববোধক গান পরিবেশন করে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষে স্বাধীনতার সূর্বণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৫০ টি মনোমুগ্ধকর আতশবাজি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ টি র‌্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এর আগে সমাপনী অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সুন্দরতম এ আয়োজনের প্রশংসা করে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি বর্তমান সিনিয়র সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সহ-সভাপতি বিপ্লব সাহা, বর্তমান পরিচালনা পর্ষদ সদস্য তমিজ উদ্দিন রিজভী, মোঃ আশিক-উজ-জামান, মোঃ ইদী আমীন ইব্রাহীম খলিল, তোফাজ্জল হোসেন মুকুল, সেলিম রেজা সিরাজী, মইনুল হাসান, সুশান্ত কুমার তালুকদার, এস.এম. রানা, বিশেষ কমিটির সদস্য শংকর কুমার রায়, খাজা এবায়দুল হক টিপু, হাবিবুর রহমান বাদল সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও সদস্য পরিবার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৭ মার্চ শহরে বর্ণাঢ্য র‌্যালী ও ক্লাবের দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শত পাউন্ডের কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com