সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও এলাকায় সমর আলী হত্যা মামলার আসামিরা জামিনে এসেই বাদির বাড়িতে হামলা করেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দশ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।নিহতের ছোট ভাই আব্দুল আলী বলেন, হত্যার মাত্র কয়েকদিন মধ্যে জামিনে এসেই আসামিরা মামলা তুলে নেয়ার হুমকি দেয়। এ ঘটনায় আসামী আলেক, রাজু, সুমন, মোতালেব, মোশারফ, শাহআলম, শহিদুল্লাহ, হাসমত উল্লাহ, লিটন, সাদেক, সাকিল, আল আমিন, হৃদয়, সিয়াম, রাব্বি, নয়ন, নাঈম, মাহফুজ, সুজন, মোশারফসহ সঙ্গবদ্ধভাবে আসামিরা আমাদের বাড়িঘরে ভাঙচুর চালায়। আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভাই হত্যার বিচার দাবি করে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়ে উক্ত এলাকায় পুলিশ মোতায়েন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।