Logo

ব্যাংককর্তাদের সাথে পুলিশের মতবিনিময়

ব্যাংককর্তাদের সাথে পুলিশের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ সদর মডেল থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে থানা প্রাঙ্গণে সদর থানার অন্তরভুক্ত সকল ব্যাংকের ম্যানেজারদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন রমজানকে ঘিরে ছিনতাই, জাল টাকার ব্যবহার রোধ সহ সকল ধরনের অপরাধীদের হাত থেকে রক্ষা পেতেই মুলত এই সভার আয়োজন। রমজান মাসে কোন রকমের অপ্রতিকর পরিস্থিত যাতে সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখার আহবান জানান মেহেদী ইমরান সিদ্দিকী। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা বা যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে দেখলে অবশ্যই থানা পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেন। একই সময়ে সকল ব্যাংক ম্যানেজারদের মোবাইলে সদর থানার ওসি ও ডিউটি অফিসারের মোবাইল নম্বর সংরক্ষণ বা সেভ করার কার্যক্রম নিশ্চিত করেন এ পুলিশ কর্মকর্তা। এ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্জামান বলেন, মাননীয় পুলিশ সুপার মোঃ জায়েদুল আলমের নির্দেশে সদর থানা পুলিশ সর্বদা মানুষের সেবায় নিয়োজিত। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা আমাকে কল করবেন। আমি অনতিবিলম্বে আপনাদের পাশে দাড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এসময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ওসি অপারেশনসহ থানার সকল পুলিশ সদস্য এবং সদর থানাধীন সকল ব্যাংকের ব্যাংক ম্যানেজাররা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com