নিজস্ব সংবাদদাতা:
মাস্ক পরা নিশ্চিত ও জনগণকে সচেতন করতে মাইক হাতে ছুটছেন বন্দর ইউএনও শুক্লা সরকার। এ সময় মাস্ক না পরার দায়ে ৬ জনকে জরিমানা ও ২২শ’ টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এই সময় তাঁর পাশে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন। বুধবার (৩১ মার্চ) বিকেল ৩টা থেকে ৭ টা পর্যন্ত বন্দরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এলাকাগুলো হলো, কলাগাছিয়া বাজার, ঘারমোড়া, লম্বাদরদী, সাবদি, মিনার বাড়ি, লাঙ্গলবন্দ বাজার, বুরুন্দী, মিরকুন্ডি, চূনাভূড়া। ইউএনও শুক্লা সরকার জানান, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরায় উদ্বুব্ধ করতে অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক না পরার দায়ে ৬ জনকে ২২শ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জরিমানার পাশাপাশি সচেতনতামূলক মাইকিং ও ৫০০ জনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। মাস্ক পরুন, সুস্থ থাকুন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।