Logo

মাস্ক না পরায় নগরীতে ১১ জনকে জরিমানা

মাস্ক না পরায় নগরীতে ১১ জনকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা:
মাস্ক পরা নিশ্চিত করতে নগরীর দুটি এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরার দায়ে ১১ জনকে জরিমানা করেন আদালত। বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বরফকল এলাকায় চৌরঙ্গি পার্ক ও হাজীগঞ্জ খেয়াঘাটে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ আজিজুর রহমান। অভিযানের বিষয়ে তিনি জানান, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরায় উদ্বুব্ধ করতে প্রথমে বরফকল এলাকায় চৌরঙ্গি পার্কে অভিযান চালানো হয়। পরে এর আশপাশ এলাকা এবং হাজীগঞ্জ খেয়াঘাটে একই রকম অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক না পরার দায়ে ১১ জনকে ৫ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১০০ জনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে যাদের মুখে মাস্ক দেখা গেছে তাদের চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।তিনি আরও জানান, অভিযানের পাশাপাশি করোনা সংক্রান্ত সরকারের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ প্রচার করা হয়। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজুর রহমান জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘করোনা প্রতিরোধে মাস্কই সর্বোত্তম প্রতিষেধক। আসুন নিজে মাস্ক পড়ি, অন্যকে সচেতন করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com