Logo

সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক সকল প্রতিষ্ঠানে হেলথ কেয়ারের ব্যবস্থা করতে হবে

সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক সকল প্রতিষ্ঠানে হেলথ কেয়ারের ব্যবস্থা করতে হবে

নিজস্ব সংবাদদাতা :
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, করোনা নিয়ন্ত্রণে জেলার সকল প্রতিষ্ঠানে হেলথ কেয়ার এর ব্যবস্থা করার বিকল্প নেই। আমরা দেখছি যে আমাদের নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ দিন দিন বাড়ছে। এর প্রতিরোধে উপজেলা প্রশাসনসহ সকল সরকারি কর্মকর্তারা কাজ করে যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে আমরা জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি, সবার মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা পার্ক, শহীদ মিনারসহ সকল বিনোদন কেন্দ্র গুলো ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ করে দিয়েছি। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসক বলেন, আমরা জেলার সকল প্রতিষ্ঠানকে একটা হেলথ কেয়ার এর ব্যবস্থা করার জন্য বলেছি। এ ছাড়া আমরা পোশাক শিল্প কারখানাগুলোকে আইসোলেশনের ব্যবস্থা করতে বলেছি। পরিবহন গুলোতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। মার্কেট গুলোর মালিকদের বলা হয়েছে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে, এতে যদি ব্যর্থ হয় তাহলে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা হবে। হাসপাতাল গুলোতে আমরা অক্সিজেনের পরিমান বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, আগামীকাল থেকে এনসিসি’র সাথে আলাপ করে করোনার সেম্পল কালেকশনের আরও ২ টি বুথের ব্যবস্থা করবো। আমাদের এখানের এমপি যারা আছেন মেয়র মহোদয় মন্ত্রী মহোদয় সবাইকে নিয়ে এক সাথে আলাপ করে আমি আশা করছি আমরা করোনা মোকাবেলা করতে পারবো। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছি সকল সভা সমাবেশ বন্ধ রাখতে, এ বিষয়ে আমরা একটি প্রজ্ঞাপনও জারি করেছি। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (উপ সচিব পদ প্রাপ্ত) মোঃ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম বেপারীসহ সাংবাদিকবৃন্দ।
মাঠে ভ্রাম্যমাণ টীম
করোনার পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র পার্ক বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ টীম শহর পরিদর্শন করে এ ব্যবস্থা গ্রহন করেন। এছাড়া জেলায় অবস্থিত প্রায় ৪-৫ হাজার শিল্প প্রতিষ্ঠানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে এক্সটা কেয়ার নেয়ার জন্য মালিকপক্ষকে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন সূত্র জানা যায়, শহরের খানপুরের বি আইডবিউটিএ ইকোপার্ক (চৌরঙ্গী পার্ক), পঞ্চবটি এ্যাভেঞ্চার ল্যান্ড (বিনোদন পার্ক), গ্র্যান্ড হল কমিউনিটি সেন্টার, বাধন কমিউনিটি সেন্টার, বিবাহ ঘর ও পালকি কমিউনিটি সেন্টার বন্ধ করে দেয়। অপরদিকে সকালে বন্দর রেললাইন, বন্দর বাজার, বন্দর ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার পাশাপাশি সচেতনতামূলক মাইকিং এবং ২শ’ মাস্ক বিতরন করা হয়। সেই সাথে মাস্ক না পরায় মোট ৮টি মামলা ও ৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com