Logo

ঘুষ কেলেংকারিতে বিআরটিসি বাস বন্ধ

ঘুষ কেলেংকারিতে বিআরটিসি বাস বন্ধ

রূপগঞ্জসংবাদদাতা:
গাজীপুর ডিপোর ম্যানেজারকে চাহিদামতো ঘুষ না দেয়ায় গাউসিয়া টু কুড়িল বিশ^রোডে চলাচলকারী বিআরটিসি বাস বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ফলে ওই রোডে চলাচলকারী যাত্রীরা বিপাকে পড়েছেন। তাইরূপগঞ্জে গোলাকান্দাইল এলাকায় শুক্রবার (২ এপ্রিল) দুপুরে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবিতে যাত্রীসাধারণ ও ইজারাদারের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন। গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমানকে ঘুষের টাকা না দেওয়ায় গাউছিয়া টু কুড়িল বিশ^রোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি ননএসি (আর্টিকুলার) বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ম্যানেজারের নির্দেশে শুক্রবার (২ এপ্রিল) ভোর থেকেই বাস সার্ভিস বন্ধ থাকায় যাত্রী হয়রানির শিকার হচ্ছেন। সেই সাথে দুর্নীতিবাজ ডিপো ম্যানেজারের অপসারণ দাবি করেন বিক্ষুব্ধরা। গাউছিয়া টু কুড়িল বিশ^রোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি ননএসি (আর্টিকুলার) বাস সার্ভিসের ইজারাদার হারুন মিয়া অভিযোগ করে জানান, গত ২০২০ সালের ২৪ আগস্ট থেকে গাউছিয়া টু কুড়িল বিশ^রোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি ননএসি (আর্টিকুলার) বাস সার্ভিসের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকারী রাজস্ব নিয়মিত পরিশোধ করে সুনামের সঙ্গে বাস সার্ভিস পরিচালনা করে আসছেন। গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমান প্রতিদিন ১০ হাজারা টাকা করে ঘুষ দাবি করে আসছেন ইজারাদার হারুন মিয়ার কাছে। ইতি মধ্যে চাপের মুখে ইজারাদাররা ৫ হাজার টাকা করে দিয়েছেন। আর দশ হাজার টাকা করে ঘুষের টাকা দিতে রাজি না হওয়ায় বেশ কয়েক দিন ধরেই জিয়াউর রহমান গাউছিয়া টু কুড়িল বিশ^রোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি ননএসি (আর্টিকুলার) বাস সার্ভিস বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে ইজারাদার বাদী হয়ে ওই ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ম্যানেজার জিয়াউর রহমানের নির্দেশে শুক্রবার (২ এপ্রিল) ভোর থেকেই বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়। এতে এ সড়কে চলাচলরত শত শত যাত্রীসাধারণ ভোগান্তিতে পড়ে যায়। পরে বাস সার্ভিস চালুর দাবিতে যাত্রীসাধারণ ও ইজারাদারের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেন। সেই সাথে দুর্ণীতিবাজ ডিপো ম্যানেজারের অপসারণ দাবি করেন বিক্ষুব্ধ যাত্রী সাধারণ। যাত্রীদের অভিযোগ, রাজধানী ঢাকায় প্রবেশের সহজ পথ হিসেবে গাউছিয়া টু কুড়িল বিশ^রোড সড়কটি ব্যবহার করে থাকেন যাত্রীসাধারণ। আর এ সড়কে একমাত্র বিআরটিসি ননএসি (আর্টিকুলার) বাস সার্ভিস চালু থাকায় যাত্রীরা অতি সহজে গন্তব্যস্থানে পৌছুতে পারে। এখন বিআরটিসি বাস সার্ভিস বন্ধ থাকার কারনে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এ ব্যাপারে গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমান বলেন, ইজারাদাররা আমার কাছে সরকারের রাজস্ব কমানোর জন্য আবেদন করেছে । তাদের এ অযৌক্তিক দাবী পূরন না করাতে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালাচ্ছে। ঘুষের টাকা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও ভিত্তিহীন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রীদের হয়রানী রোধে কিছুক্ষনের মধ্যে সার্ভিসটি পুনরায় চালু করার ব্যবস্থা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com