Logo
HEL [tta_listen_btn]

অস্ত্রহাতে পুলিশের সাথে ওরা কারা? এড. তৈমূর আলম খন্দকার:

অস্ত্রহাতে পুলিশের সাথে ওরা কারা? এড. তৈমূর আলম খন্দকার:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজত ইসলামসহ ইসলামিক দলগুলি প্রতিবাদ কর্মসূচী পালন করেছে, তবে হেফাজতের ভ‚মিকা ছিল অগ্রগণ্য। মোদী বাংলাদেশে আসার প্রতিবাদের কারণ হিসাবে প্রতিবাদকারীরা ঘোষণা করেছে যে, (১) মোদী গুজরাটের মূখ্যমন্ত্রী থাকাবস্থায় অনেক মুসলমানকে হত্যা করেছে যার জন্য তিনি গুজরাটের কসাই হিসাবেও পরিচিত, (২) সম্প্রতি টি.আর.সি বিধি বিধান করার মাধ্যমে মোদী সরকার ভারত থেকে মুসলমানদের বিতারিত করার উদ্যোগ নিয়েছে এবং এর প্রতিবাদ করায় অকাতরে ভারতে মুসলমান নিধন হয়েছে, (৩) পবিত্র কোরান শরীফের ২৬টি আয়াত সংশোধন করার জন্য ভারতের একটি হাইকোর্টে রীট হয়েছে যার আশ্রয়/প্রশ্রয়দাতা ভারত সরকার। সর্বোপরি মোদীর উশ্কানিতে ভারতে মুসলমানরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। মোদী এবং মোদীর দল একটি সাম্প্রদায়িক শক্তি হিসাবে চিহ্নিত। মুক্তিযুদ্ধে তৎকালিন ভারত সরকার ও গান্ধী পরিবারের যে সহযোগীতা ছিল, অনুরূপ ভ‚মিকা বিজেপী পন্থীদের ছিল না। বাংলাদেশের জনগণ গান্ধী পরিবারের বিশেষ করে ইন্দিরা গান্ধীর সে সময়ের ভ‚মিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। কোন দেশের রাষ্ট্র বা সরকার প্রধান যদি বাংলাদেশে আগমন করে তবে তা গৌরবের বিষয় বটে, কিন্তু যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আছে তাদেরকে অসাম্প্রদায়িক বাংলাদেশের আপামর জনগণ সাদর সম্ভাষন জানাবে কোন কারণে? বাংলাদেশের মানুষ ধর্মভীরু, তবে অসম্প্রদায়িক, মোট জনসংখ্যার ৯২% মানুষ মুসলমান এবং ইসলাম একটি অসাম্প্রদায়িক ধর্ম। ধর্মীয় বিবেচনায় কারো উপর অত্যাচার নির্যাতন করা বা ধর্মকে নির্যাতনের হাতিয়ার হিসাবে ব্যবহার করার দৃষ্টান্ত হযরত মোহাম্মদ (সা:) জীবনীতে দেখা যায় নাই। বরং সংখ্যালঘু জনগণ সংখ্যাগুরুদের আমানত হিসাবে তিনি ঘোষণা করেছেন। বিদায় হজ্জের ভাষনে ধর্ম নিয়ে বাড়া বাড়ি না করাও নির্দেশনা রয়েছে। তবে ধর্মের উপর যদি কোন আঘাত আসে বা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে যদি বিনা বিচারে হত্যা করা হয় সেখানে নিয়মতান্ত্রিক প্রতিবাদতো করতেই হবে এবং এটাই ধর্মীয় বিধান।
ফ্রান্সের প্রেসিডেন্ট মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর প্রতি কটাক্ষ করায় গোটা বিশ্ব প্রতিবাদ করেছে, ফলশ্রুতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট দু:ক্ষ প্রকাশ করেছেন এবং গোটা বিশ্ব তার প্রতি ঘৃনায় থু থু নিক্ষেপ করেছে। হেফাজত ইসলাম সহ ইসলামী দলগুলি এবং ধর্মপ্রাণ মুসলমান মাত্রই মোদীর ঢাকায় আগমনের প্রতিবাদ করেছে, যারা ক্ষমতাসীনদের রক্তচক্ষুর ভয়ে বা সরকারী চাকুরী হারানোর ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারে নাই তারাও ঘৃণা পোষণ করেছে, তবে মুসলমান নামধারী যারা নাস্তিক তাদের কথা আলাদা। বহু রক্তের বিনিময়ে সম্পাদীত বাংলাদেশের পবিত্র সংবিধান মোতাবেক নাগরিকদের চিন্তা চেতনার ও প্রতিবাদ করার অধিকার দিয়েছে। দেখা মতে মোদীর আগমনকে ইসলামী চিন্তা সম্পন্ন ব্যক্তিরাই প্রতিবাদ জানিয়েছে। গোটা বিশ্বে এ ধরনের অনেক দৃষ্টান্ত রয়েছে, পৃথিবীর ভিন্ন রাষ্ট্রেও সরকারের দাওয়াতী মেহমানকে “ফিরে যাও” পোষ্টার, প্লেকার্ড, ব্যানার বিমান বন্দরে বা রেল ষ্টেশনে প্রতিবাদকারীরা প্রদর্শন করেছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিধায় মোদীর বাংলাদেশে আগমনের নিয়মতান্ত্রিক বিরোধীতা বা প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার একটি স্বাধীন দেশের নাগরিকের রয়েছে, নতুবা বুঝা যাবে যে সে দেশের নাগরিক কাগজে কলমে স্বাধীন হলেও মন মানসিকতার প্রশ্নে বিবেকের স্বাধীনতা এখনো অর্জিত হয় নাই। মোদী বিরোধী অবস্থানের কারণে মুসল্লি পুলিশ সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে ১৯ জন হত্যা হয়েছে বলে হেফাজত ইসলাম দাবি করেছে। পত্রিকান্তরে প্রকাশ “ঢাকায় বায়তুল মোকারমের মুসল্লিদের সাথে পুলিশও যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংর্ঘষে শতাধিক মানুষ আহত হয়েছে। এর মধ্যে ৬০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, আটক করা হয়েছে শতাধিক মুসল্লীকে।” এ মর্মে পুলিশের সাথে অস্ত্র উচিয়ে সাদা পোশাকে একটি সশস্ত্র বাহিনীর একটি সচিত্র প্রতিবেদন জাতীয় দৈনিকে ২৭শে মার্চ প্রকাশিত হয়েছে। পত্রিকার সচিত্র ভাষ্যমতে পুলিশের সাথের অস্ত্রধারীরা আওয়ামী ছাত্রলীগ-যুবলীগ। হেফাজতকে মোকাবেলার জন্য রাষ্ট্র বা সরকার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারী দলের ক্যাডারদের লেলিয়ে দেয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কতটুকু যৌত্তিক? অন্যদিকে মোদীর আগমনের বিরোধীতা করে প্রতিবাদকারীদের প্রতিবাদ কর্মসূচী করার সশস্ত্র বাধা প্রদান না করলে সরকার কতটুকু ক্ষতিগ্রস্থ হতো? ১৯ জনের (হেফাজত ও পত্রিকার ভাষ্যমতে) জীবনের বিনিময়ে বাংলাদেশে মোদীর আগমনে শেখ হাসিনা সরকারের কতটুকু লাভ-ক্ষতি হয়েছে, তা “সময়ই” বলে দিবে। মোদীকে বার বার আমন্ত্রন করে বাংলাদেশ সফরে এনে লাভবান হচ্ছে কি বাংলাদেশ রাষ্ট্র, নাকি এটা শেখ হাসিনা সরকারের ইহা একটি রাজনৈতিক ফয়দা? নাকি মোদীরও রাজনৈতিক স্বার্থ রয়েছে? তিস্তার পানি বাংলাদেশের জন্য একটি বানিং ইস্যু। ইতোপূর্বেও শেখ হাসিনা সরকারের আমন্ত্রনে মোদী বাংলাদেশ সফর করেছেন। তখনো প্রত্যাশা করা হয়েছিল যে, মোদী সরকারের সময়কালের মধ্যেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে। মোদী পুনরায় নির্বাচিত হলেও চুক্তি স্বাক্ষর হয় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও কয়েক দফা ভারত সফরে গিয়েছেন, প্রতিবারই তিস্তার পানি ছাড়াই তিনি ফেরৎ এসেছেন। এবারও সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোদী বলেছেন “তিস্তার পানি দেয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ” কিন্তু কবে কখন তিস্তার পানি বাংলাদেশ পাবে, এ সম্পর্কে মোদী কোন প্রতিশ্রুতি প্রদান করে নাই। অন্যদিকে বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রকাশ্যে বলে দিয়েছে যে, “তিস্তার পানি দেওয়া সম্ভব নহে”। অথচ এ দোটানার মধ্যেই ভারতের স্বার্থ জড়িত চুক্তিগুলি সম্পাদীত হলেও বাংলাদেশের স্বার্থ সম্মলিত কোন চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা তা আদৌ জনগণ জানে না। অন্যদিকে বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন যে, মোদী তার দলীয় রাজনীতির ফয়দা হাসিলের জন্য বাংলাদেশে গিয়েছেন। মমতার মতে বাংলাদেশে গোপালগঞ্জে বসবাসকারী মাতুয়া সম্প্রদায়ের একটি বিরাট অংশ ভারতের নাগরিক বিধায় ভারতীয় মাতুয়াদের সমর্থন লাভের জন্য বাংলাদেশে মোদীর আগমনের কারণের জন্য মমতা মোদীর ভিসা বাতিলের দাবি জানিয়েছেন। বাংলাদেশে আগমনে মোদী কতটুকু লাভবান তা আলোচনার মূখ্য বিষয় নহে, মূখ্য বিষয়টি হচ্ছে এ সফরে বাংলাদেশের আপামর জনগণ কতটুকু সন্তোষ্ট? পত্রিকান্তরে প্রকাশ, বিভিন্ন জেলায় গাড়ী পোড়ানো সহ সহিংসতার জন্য অনেক মামলা হয়েছে। ঢাকার পার্শ¦বর্তী সিদ্ধিরগঞ্জ থানায় ৬টি মামলা হয়েছে, যার মধ্যে বিএনপি নেতাকর্মীদেরই সংখ্যাই বেশী। এর মধ্যে ৫/৬ বৎসরের পূর্বে নারায়নগঞ্জ জেলা কারাগারে মৃত্যুবরণকারী সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র আহবায়ক আলী হোসেনের নামও আসামী হিসাবে রয়েছে। অন্যান্য জেলায়ও অনুরূপ ভাবে বিএনপি’র নেতা কর্মীরাই আসামী। ইহাতে স্পষ্ট প্রতিয়মান হয় যে, বিএনপি’কে মাঠ ছাড়া করার উদ্দেশ্যেই এ ধরনের মামলা, যা সরকারের সাজানো নাটকও বলা হচ্ছে। ফলে ২৭/০৩/২০২১ ইং তারিখে জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ অর্থাৎ পুলিশের সাথে যে সকল অস্ত্রধারী রয়েছে পত্রিকার ভাষ্যমতে তারা আওয়ামী লীগের অংগ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ। বিরোধী মতাবলম্বীদের কন্ঠরোধ করার জন্য যে ষ্টীম রোলার সরকার চালাচ্ছে তার হাতিয়ার হিসাবে নগ্নভাবে ব্যবহ্নত হচ্ছে পুলিশ, প্রশাসন, আইন ও আদালত। পুলিশ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখন জনগণের মূখো মুখি দাড়িয়েছে, যার ফয়দা পুলিশও নিচ্ছে। সরকার অনৈতিক ভাবে পুলিশকে ব্যবহার করছে বিধায় পুলিশের একটি অংশ নিজেরাও অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। পত্রিকা খুললেই দেখা যায় মাদক, চাঁদাবাজী ও অপহরণমূলক অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার হচ্ছে। অথচ তাদের প্রমোশন হচ্ছে যাদের আশ্রয় প্রশয়ে পুলিশ সরকার বিরোধীদের নির্মূল করার জন্য মিথ্যা মামলা সৃজন, গ্রেফতার, রিমান্ড ও চার্জশীট দেয়ার জন্য পেশাগত যুগান্তকারী কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। পাকিস্তান আমলে ভোটে পুকুর চুরি হয়েছে, কিন্তু বর্তমান সরকার আমলে হচ্ছে ভোটার বিহীন ভোট, অর্থাৎ নির্বাচনে সমুদ্র চুরি। পুলিশ বাহিনীর বড় বড় কর্মকর্তারা পুলিশের পেশাদারীত্ব ও পেশার মান বৃদ্ধি করার জন্য প্রায়সই বাহিনীর নি¤œস্থ সদস্যদের নির্দেশাবলী জারীকরা সহ বক্তৃতা করে থাকেন যা ফলাও করে পত্রিকায় প্রকাশিত হয়, কোথাও জনগণ বাহাবা দেয়, কোথাওবা কথা ও কাজের সমন্বয় কোথায়, তা খোজার চেষ্টা করে। আইনগতভাবে পুলিশের পেশাগত দায়িত্ব হচ্ছে অবৈধ অস্ত্রধারী ও অস্ত্র ব্যবহারকারীদের গ্রেফতার করা, কিন্তু হেফাজতের ঘটনায় ঘটেছে বিপরীত ধর্মীয় ঘটনা এবং সরকার বিরোধীদের ঠেঙ্গানোর জন্য হরহামেশা পুলিশ এ ধরনের ভ‚মিকাই গ্রহণ করে থাকে। কার্যত: পুলিশ এখন আইনের ঊর্ধ্বে। ২০১৩ সালে পুলিশ কাস্টডিতে নির্যাতন বন্ধ করার জন্য আইন পাশ হয়েছে, কিন্তু সে আইন সম্পূর্ণ ভাবে এখন অকার্যকর। পুলিশকে জনগণের জানমাল রক্ষার জন্য পেশাদারী করার জন্য সরকার দাবি করে এবং এজন্যই নৈতিকতার প্রশ্নে প্রশ্ন জাগে বাইতুল মোর্কারমে অস্ত্রহাতে পুলিশের সাথে এরা কারা?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com